মিসর থেকে বাইক চালিয়ে ওম'রা পালন করলেন ৬৪ বছরের বৃদ্ধ

 


‘আল্লাহু'ম্মা ইন্নি উরিদুল উম'রাতা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’অর্থ : হে আল্লাহ! আমি ওম'রার ইচ্ছা করছি; আপনি আমা'র জন্য তা সহ'জ করে দিন এবং আমা'র পক্ষ থেকে তা কবুল করুন।’


নতুন খবর হচ্ছে, চেষ্টা এবং অদম্য ইচ্ছার অ'পর নাম সফলতা। এ জন্য বয়স কোনো বাঁ'ধা নয়। পরিশ্রম করলে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবেই। স্বপ্ন-বোনা মানুষ সবসময় নতুন স্বপ্নের ছক আঁকেন।


সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মিসরের এক ষাটোর্ধ্ব বৃদ্ধ ও এক দম্পতি মোটর সাইকেলে সৌদি আরবের ম'ক্কা-ম'দিনায় গিয়ে ওম'রা পালন করলেন এবং মহানবী হ'জরত মুহাম্ম'দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন।


চলতি মাসে মিসর থেকে বাইক চালিয়ে ওম'রা পালন করে চ'মকে দেন ৬৪ বছর বয়সী হাজি ইসমাইল আবদুল লতিফ। এই মিসরীয় মোটর সাইকেলে ওম'রা পালনের জন্য ৩ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করেছেন। অনেকেই তার এই যাত্রাকে দুঃসাহসী যাত্রা বলে অ'ভিহিত করেছেন।

ওম'র আবু দাউদ দম্পতি


হাজি ইসমাইল এর আগে পবিত্র হ'জ পালন করেছিলেন। তার পরও তার ইচ্ছা ছিলো মোটর সাইকেল চালিয়ে ওম'রা পালনের।


সেই ইচ্ছাপূরণের জন্য প্রায় দুই বছর অ'পেক্ষা করতে হয়। করো'নার প্রকোপ কমে যাওয়ার পর সৌদি আরব আসেন তিনি।


ম'দিনা নিউজ জানিয়েছে, তিনি কায়রো থেকে সফর শুরু করে প্রথমে পবিত্র ম'ক্কা পৌঁছেন। ম'ক্কায় ওম'রার আনুষ্ঠানিকতা শেষে ম'দিনা মোনাওয়ারা আসেন। তিনি সৌদি আরবে মোট ছয়দিন ছিলেন।


হাজি ইসমাইল তার ফেসবুকে ম'ক্কা-ম'দিনায় আসার পথে বিভিন্ন স্থানের ছবি শেয়ার করেছেন। এ কাজের জন্য তার পরিবার ও বন্ধু-বান্ধবরা ব্যাপক উৎসাহ দিয়েছেন।


হাজি ইসমাইলের খবরের রেশ কাট'কে না কাটতেই মিসরের তানতা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে ওম'রা পালন করতে আসেন এক দম্পতি। এ জন্য তারাও প্রায় ১২ শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।


মোটরসাইকেলের পেছনে আরেকজনকে নিয়ে এতটা পথ চলা অবশ্যই কঠিন। তার পরও ওই দম্পতি কাজটি করেছেন। পবিত্র কাবা জিয়ারত ও তাওয়াফসহ ওম'রার আনুষ্ঠানিকতা শেষ করে ভুলেছেন ভ্রমণক্লান্তি।

Post a Comment

Previous Post Next Post