২০২২ এশিয়া কাপের আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। আগামী বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে এশিয়ার মর্যাদাপূর্ণ এই আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের সভায় এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কাকে। এই আসর আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাত চেষ্টা চালালেও শ্রীলঙ্কাকেই বেছে নিয়ে সংশ্লিষ্টরা।
এদিকে এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে। ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সে আসরটিও হবে ওয়ানডে ফরম্যাটে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবরে জানানো হয়েছে, দুবাইয়ে এসিসির এক সভায় নেওয়া হয়েছে পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক করার সিদ্ধান্ত। এ সভার সভাপতিত্ব করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ।