এক তরুণীকে ভালোবাসতে চেয়েছেন দুই বন্ধু। তাকে পেতে দু’জনের মধ্যে চলছিল রেষারেষি। তরুণীর জন্য প্রতিবেশী বন্ধুর হাতে প্রা'ণ দিতে হয়েছে ইমতিয়াজ শেখ নামে এক যুবককে।
পশ্চিম ২৪ পরগনা জে'লার বারইপুরে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক ত'দন্তের পর পু'লিশ ইতোমধ্যে দু’জনকে গ্রে'ফতার করেছে। হ'ত্যার পর ওই যুবককে একটি ডোবার মধ্যে ফেলে রাখা হয়। পরে সেখান থেকে তার ম'রদেহ উ'দ্ধার করে পু'লিশ।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দু’দিন আগে নি'হতের লা'শ ডোবা থেকে উ'দ্ধার করা হয়। কিন্তু ইমতিয়াজকে কেন এভাবে খু'ন হতে হলো তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন।
এদিকে ত'দন্তে করতে গিয়ে পু'লিশ উদঘাটন করে নানা চাঞ্চল্যকর তথ্য। শেষ পর্যন্ত পু'লিশ পরপর দু’জনকে গ্রে'ফতার করে। প্রথমে নুর উদ্দিনকে গ্রে'ফতার করে পু'লিশ। এরপর তাকে জেরা করে ইম'রানের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক ত'দন্তের পর পু'লিশ জানায়, ইম'রান মোল্লা খু'নের ছক কষেছিল। আর তা বাস্তবায়ন করতে সে নুরউদ্দিনকে সঙ্গে নেয়। ত্রিভুজ প্রে'মের জেরেই খু'ন করা হয় ইমতিয়াজকে। নির্জন বাগানে ডেকে নিয়ে ধারালো অ'স্ত্র দিয়ে কু'পিয়ে খু'ন করা হয়েছে ইমতিয়াজকে।
