MrJazsohanisharma

আইজিপির স্ত্রী পরিচয়ে পুলিশ সুপারকে ফোন দিতেন রুমা

 


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) স্ত্রী পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন এক নারী। প্রতারক ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ওই নারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুক্রবার ওই নারীকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম রুম আক্তার (৩৩)। তিনি সাভারের লুটেরচর এলাকার আসলাম মিয়ার স্ত্রী বলে জানা গেছে।


টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ৭ নভেম্বর সকাল ১১টার দিকে ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের (এসপি) মোবাইল নম্বরে ফোন করে নিজেকে আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী পরিচয় দেন। এরপর তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন। বেলা ১১টা ২৪ মিনিটে এসপির মোবাইলে ম্যাসেজ করে ওই প্রার্থীর তথ্য পাঠান তিনি।


পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে তিনি এ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ওসিকে দায়িত্ব দেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই নারীর অবস্থান শনাক্ত করে। পরে তাকে শুক্রবার সাভারের লুটেরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে শনিবার রুমা আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। দুপুরে তাকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, তিনি বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা করতেন।

Post a Comment

Previous Post Next Post