পরীমনির বি'রুদ্ধে অ'ভিযোগপত্র আমলে নিয়েছেন আ'দালত

 


মা'দক আইনের দায়ের করা মা'মলায় পরীমনিসহ ৩ জনের বি'রুদ্ধে দাখিল করা অ'ভিযোগপত্র গ্রহণ করেছেন আ'দালত। পাশাপাশি চার্জ গঠনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।


সোমবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম এ ইম'রুল কায়েশের আ'দালত এই আদেশ দেন। মা'মলায় পরীমনি ছাড়াও অন্য দুই আ'সামি হলেন, আশরাফুল ইস'লাম দীপু ও কবির হোসেন।


গত ৪ অক্টোবর এ মা'মলায় পরীমনিকে অ'ভিযু'ক্ত করে আ'দালতে চার্জশিট (অ'ভিযোগপত্র) দেয় সিআইডি। ৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আ'দালতের বিচারক কেএম ইম'রুল কায়েশ অ'ভিযোগপত্র আমলে নিতে ২৬ অক্টোবর দিন ধার্য করেন।


কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আ'দালতের ভা'রপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণ না করে চার্জশিট গ্রহণ শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।


এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মা'মলার অ'ভিযোগপত্র গ্রহণ করেন। এর পর আ'দালত মা'মলা'টি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আ'দালতে বদলির আদেশ দেন।


৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসায় অ'ভিযান চালানোর পর পরীমনিকে বাসা থেকে গ্রে'ফতার করে রেব।


৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইম'রুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করলে পর দিন ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

Post a Comment

Previous Post Next Post