সৃজিত বলছিলেন আমি যেভাবে বলবো সেভাবে বললে সেটা অসাধারণ হবে। এরই ফাঁকে মিথিলা
বলেন- আমা’র দেশে আসছো, আমি যেভাবে বলতে বলবো সেভাবেই করতে হবে।
সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এভাবেই কথাগুলো বলেছিলেন সৃজিত ও মিথিলা।
সৃজিত জানান, আমাদের দু’জনকে নিয়ে অনেকের কৌতুহল আছে। আম’রা সেই কৌতুহল দূর করতে কথা বলেছি ক্যামেরার সামনে। আপনারা অ’পেক্ষায় থাকুন সব কৌতুহল দূর হয়ে যাবে।
মিথিলা বলেন, আমি আর সৃজিত মন খুলে কথা বলেছি। আপনাদের সব প্রশ্নের উত্তর আর কৌতুহল দূর করার জন্য বিশেষ সাক্ষাৎকার দিয়েছি। আপনারা খুব শিগগিরই আমাদের নিয়ে নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
Tags:
বিনোদন