শাকিব খানের আগেও একবার করেছিলাম : অপু বিশ্বা’স

 

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স। ঢাকাই সিনেমা’র ‘ঢালিউড কুইন’ তিনি। দীর্ঘ ক্যারিয়ারে এক শাকিব খানের স’ঙ্গে ই ৭২ টি ছবিতে অ’ভিনয় ক’রেছেন । তারপর দীর্ঘ দিন প্রেমের পরে বিয়েও করেন এই জুটি। কিন্তু ২০১৮ সালে শাকিব-অ’পুর ডিভোর্স হয়। তবে


এবার জা’না গেল শকিবের আগেও বয়ফ্রেন্ড ছিলো অ’পু বিশ্বা’সের। একথা নিজেই জনিয়েছেন নায়িকা।তিনি বলেন, বলিউড অ’ভিনেতা শাহরুখ খানের প্রেমে প’ড়েছিলাম।


আমা’র প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান। ঘ’টনাটা খু’লে ই বলি, ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমি। আমা’র পড়ার রুমের সামনে শাহরুখ খানের বিশাল বড়


পোস্টার লা’গিয়ে রেখেছিলাম। কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি।আমা’র বান্ধবীদের তখন বলেছিলাম, ‘এই তোরা শাহরুখ খানকে


জামাই বাবু বলে ডাকবি।’ এখন এ ঘ’টনা মনে পড়লে হাসি পায় আমা’র। আরেকটা ঘ’টনা বলি। আমা’দের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে। ওর বয়স


হবে আড়াই বছর। ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে। ওর মাকে ও এভাবে বলে, ‘মা, আমি অ’পুকে বিয়ে করব। বিয়ের পর অ’পুকে চকলেট খাওয়াব।’মজার ব্যাপার হলো, ও আমা’র


জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝেমধ্যে রেখে দেয়। আর শাকিব খানকে একদম সহ্য ক’রতে পারে না। আমাকে প্রায়ই বলে, ‘তুমি শাকিবের স’ঙ্গে কেন কথা বলো?’


প্রসঙ্গত, অ’পু বিশ্বা’স ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অ’ভিনয়ের মাধ্যমে অ’ভিনয় জীবন শুরু করেন। ২০০৫ সালে এফআই মানিক


পরিচালিত ‘কোটি টাকার কাবিন’চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অ’ভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এরপর অ’পু বিশ্বা’স ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অ’ভিনয় ক’রেছেন। ২০০৮ সালে গোপ’নে বিয়ে করেছিলেন শাকিব-অ’পু। এরপর ২০১৭ সালে বি’চ্ছেদের আগ পর্যন্ত


শাকিব ছাড়া কোনো ছবিই করেননি অ’পু। মাঝে চিত্রনায়ক মান্নার বিপরীতে তিনটি ছবিতে কাজ করেছিলেন অ’পু। শাকিব-অ’পুর ঘরে আব্রাহাম খান জয় নামে একমাত্র ছেলে


সন্তান রয়েছে।এদিকে অ’পু বিশ্বা’স অ’ভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে একটি ছবি মু’ক্তির অ’পেক্ষায় আছে। এতে অ’পুর বিপরীতে অ’ভিনয় ক’রেছেন বাপ্পী চৌধুরী।

1 Comments

Previous Post Next Post