বান্দরবানের রুমা উপজেলায় এক ছাত্রীকে ধ’র্ষ’ণ করে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ’ড়িয়ে দেয়ার হু’ম’কি দেন রুমা জুনিয়র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কান্তি দত্ত (৫৬)। এ ঘটনায় তাকে আ’টক করেছে পুলিশ।
শনিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে তাকে আদালতে সো’পর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে ধ’র্ষ’ণে’র এ ঘটনা ঘটে। পরদিন ধ’র্ষি’তার মোবাইলে অ’শ্লী’ল ভি’ডিও পাঠিয়ে অভিযু’ক্ত প্রধান শিক্ষক তাকে বিয়ে না করলে ধ’র্ষ’ণে’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হু’মকি দেয়। বিষয়টি আত্মীয়স্বজনকে জানালে শুক্রবার তার বড় বোন বাদী হয়ে রুমা থানায় একটি অভিযোগ দায়ের করে।
রুমা থানার ওসি মো. আবুল কাশেম জানান, ধ’র্ষি’তা’র বড় বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে প’র্ণ’গ্রা’ফি এবং নারী ও শিশু নি’র্যা’তন আইনের সংশ্লিষ্ট ধা’রায় একটি মামলা রু’জু হয়। শুক্রবার সন্ধ্যার পর অভিযুক্ত সমর কান্তিকে পুলিশ আটক করে।
তিনি জানান, শনিবার সকালে আসামিকে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
ধ’র্ষি’তা’র বড় বোন তার অভিযোগনামায় জানায়, ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর এবছর পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ছোট বোন সমর কান্তি দত্তের কাছে প্রাইভেট পড়া শুরু করে। ২৩ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়া শেষ হলে প্রধান শিক্ষক সমর কান্তি অন্যদের ছুটি দিয়ে তার ছোট বোনকে কৌশলে তার স্বয়ং কক্ষে নিয়ে যায় এবং ধ’র্ষ’ণ করে।
সূত্র;এম টি নিউজ