স্ত্রী আসমার চাপেই তার স্বামী আজহারকে হত্যা করেন ইমাম আব্দুর রহমান। র্যাবের জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেন আসমা। দুপুরে সংবাদ সম্মেলনে এলিট বাহিনীটি জানায়, এর আগে একাধিক বিয়ে করেছিলেন এই নারী। আসমা ও ইমাম আব্দুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রাজধানীর দক্ষিণখানে সরদার বাড়ি জামে মসজিদের সিড়িতে রক্তের দাগ আর বিদকুটে গন্ধ পেয়ে অভিযানে যায় র্যাব। পরে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় আজহার নামের এক ব্যক্তির ৬ টুকরো মরদেহ। এই ঘটনায় মসজিদের ইমাম আব্দুর রহিমকে আটক করে র্যাব।
১৯ মে সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে মসজিদেই হত্যা করে আজহারকে। পরে ছয় টুকরো করে ফেলে দেয়া হয় সেপটিক ট্যাংকে।
র্যাব জানায়, ৩৩ বছর ধরে সরদারবাড়ি জামে মসজিদে ইমামতি করে আসছিলেন আব্দুর রহমান। পারিবারিকভাবে পরিচয় ছিলো নিহত আজহারের সাথে। প্রাথমিক ভাবে ধারণা পরকিয়ার বলি আজহার।
এ হত্যাকাণ্ডে ইমাম একাই জড়িত বলে জানানো হয় র্যাবের সংবাদ সম্মেলনে।