বিয়ের কয়েকদিন পরেই ভাবিকে ধর্ষণ করলো দেবর

 

মাদারীপুরের শিবচরে সদ্যবিবাহিত বড়ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। 


বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তার ছোটভাই নিরব শেখকে (১৯) অভিযুক্ত করে শিবচর থানায় মামলা দায়ের করেন। 


অভিযুক্ত নিরব শেখ উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচরের বাসিন্দা।


মামলার বিবরণে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্তের বড়ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই ভাবিকে উত্ত্যক্ত করে আসছিল দেবর নিরব। বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে যান। 


এ সময় নিরব তাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে গৃহবধূ তাকে বিস্তারিত বলেন। শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন।


শিবচর থানার এসআই আ. রশিদ বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে যাই। ঘটনার পরই অভিযুক্ত নিরব পালিয়ে গেছে, ধর্ষণের আলামত জব্দ করেছি।


শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়াও আসামি গ্রেফতারে অভিযান চলছে।

Post a Comment

Previous Post Next Post