লাথি মেরে স্টাম্প ভাঙার পর আরও যা করলেন সাকিব

 

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙা, স্টাম্প উপড়ে ফেলা, আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ দলের কোচের সঙ্গেও ঝগড়া করেন সাকিব। 

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। এরপর মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প লাথি মেরে ভেঙে ফেলেন। 

এরপর ৫.৫তম ওভারের সময় বৃষ্টির কারণে আম্পায়াররা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে সাকিব আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে স্টাম্প উপড়ে ফেলেন।  

বৃষ্টির কারণে খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাওয়ার সময় সাকিব দর্শকদের উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এ সময় আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন সাকিবকে শান্ত করতে গেলে তার সাথেও বাকবিতণ্ডা হয় সাকিবের।

খালেদ মাহমুদ সুজন ও সাকিব আল হাসানের মধ্যে ঝগড়া তুমুল আকার ধারণ করলে মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটার সাকিবকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় খালেদ মাহমুদ সুজনকে থামানোর চেষ্টা করেন মোহামেডানের তারকা ব্যাটসম্যান শামসুর রহমান শুভসহ অনেকেই।

তবে খেলা শেষে এ ঘটনায় ক্ষমা চেয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন সাকিব।


Post a Comment

Previous Post Next Post