গরু চুরি করতে গিয়ে ৬৬ জনকে হত্যা

 



নাইজেরিয়ায় গরু চুরি করতে গিয়ে অন্তত ৬৬ জনকে হত্যা করেছে একদল সশস্ত্র গরু চোর। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কেবি প্রদেশের ডানকো-ওয়াসাগু জেলার পাশাপাশি সাতটি গ্রামে হানা দেয় তারা।


এ ঘটনার পর গ্রামগুলো থেকে পালিয়েছে বাসিন্দারা। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হামলার পর গরু চোর ঠেকাতে ও নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে।


শুরু হয়েছে তদন্তও। শনিবার রাজ্যের পুলিশের এক বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। খবর এএফপির।


নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে সক্রিয় আছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। প্রায়ই অঞ্চলগুলোর বিভিন্ন গ্রামে লুটপাট, গরু চুরি ও মানুষ অপহরণ করে নিয়ে যায় তারা।


কেবি পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর বলেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাত গ্রামে আক্রমণ চালায়।


তিনি আরও বলেন, হামলায় ৬৬ জনের নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রামে এ হামলা চালায়।

Post a Comment

Previous Post Next Post