রেড জোনে অবস্থান করা নাটোরে করোনাভাইরাসের সংক্রমণের হার ৬৭ শতাংশ অতিক্রম করেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সাত দিনের জন্য নাটোর শহর ও সিংড়া পৌর এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
জরুরি ভিত্তিতে সোমবার গভীর রাতে নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই লকডাউনে ওষুধসহ জরুরি সেবা সার্ভিস ব্যতীত সব কিছু বন্ধ থাকবে।এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষকে ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে। সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল এমপি, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নাটোর জেলায় এ দুই পৌর এলাকায় আক্রান্তের হার সর্বাধিক। সভায় সবার মতামতের ভিত্তিতে নাটোর শহর ও সিংড়া পৌরসভায় ১৫ জুন পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।