মাদারীপুরের শিবচরে উপজেলার সন্ধ্যায় বাড়িতে বড় ভাইয়ের অনুপস্থিতিতে ছোট ভাই তার ভাবীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজারচর মৌলভীকান্দি গ্রামে বৃহস্পতিবার (১০ জুন) এই ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা গেছে যে, প্রায় ৬ মাস আগে অভিযুক্তের বড় ভাইয়ের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভিযুক্ত তার ভাবীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে যান। এ সময় একা পেয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তি।
এর পর ওই রাতে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। শুক্রবার (১১ জুন) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে আপন ছোট ভাইকে আসামি করে শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন সাংবাদিকদের জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।