টানা নয় কার্যদিবস উত্থানের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১৮ মে) পুঁজিবাজারের সামান্য সংশোধন হয়েছে। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১০ পয়েন্ট। কিন্তু সামান্য এই সংশোধনের মধ্যে বড় পতন হয়েছে বড় চার খাতের শেয়ারে।
তবে বাজার সংশ্লিষ্টরা একে পতন বলতে নারাজ। তাঁরা বলছেন, খাতগুলোর শেয়ার দরে সংশোধন হয়েছে। গত ৪-৫ কার্যদিবস খাতগুলোর প্রতিষ্ঠানের দর ঊর্ধ্বমুখী ছিল। ফলে খাতগুলোতে বিনিয়োগকারীরা বড় মুনাফায় ছিল। তারা একযোগে মুনাফা তোলাতে খাতগুলোর প্রতিষ্ঠানের দর সংশোধন হয়েছে।
ডিএসইতে আজ বড় যে চার খাতের শেয়ারে বড় সংশোধন হয়েছে, সেই খাত ৪টি হলো-ব্যাংক, আর্থিক, মিউচুয়াল ফান্ড ও টেলিযোগাযোগ।
ব্যাংক খাত: ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৪টির বা ৭৭.৪২ শতাংশ কোম্পানির। বেড়েছে ৬টির বা ১৯.৩৫ শতাংশ কোম্পানির। অপরিবর্তিত রযেছে ১টির বা ৩.২৩ শতাংশ কোম্পানির দর।
এখাতে দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও স্যোসাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর দর কমেছে ২.২০ শতাংশ থেকে ৩.০৭ শতাংশ পর্যন্ত।
আর্থিক খাত: আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে দর কমেছে ২১টির বা ৯৫.৪৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ৪.৫৫ শতাংশ কোম্পানির।
এখাতে দর বেশি কমেছে বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, ফাস ফাইন্যান্স, ফাস্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স। কোম্পানিগুলো আজ ডিএসইতে দর পতন তালিকায় শীর্ষে রয়েছে। দর কমেছে ৪ শতাংশ থেকে ৬.৬৬ শতাংশ পর্যন্ত।
মিউচ্যুয়াল ফান্ড: এখাতের ৩৭টি ফান্ডের মধ্যে দর কমেছে ২৭ বা ৭৫ শতাংশ ফান্ডের। দর বেড়েছে ১টির বা ২.৭৮ শতাংশ ফান্ডের এবং দর অপরিবর্তিত রযেছে রয়েছে ৮টির বা ২২.২২ শতাংশ ফান্ডের।
এখাতে দর বেশি কমেছে সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ফাস্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, পপুলার ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ড দুটি আজ ডিএসইতে দর পতন তালিকায় অর্ন্তভূক্ত রয়েছে।
টেলিযোগাযোগ: এখাতের ৩ কোম্পানির মধ্যে তিনটির দরই কমেছে। কোম্পানি ৩টি হলো গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলাদেশ সাবমেরিন কেবলস।