সর্বোচ্চ মুনাফায় চার খাতের বিনিয়োগকারীরা

 


প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে ১৪ খাতের শেয়ার দর বেড়েছে। এরমধ্যে ৪ খাতের শেয়ার দরে উল্লম্ফন হয়েছে। খাত ৪টির বিনিয়োগকারীর সর্বোচ্চ মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।



সাপ্তাহিক রিটার্নে যে ১৪ খাতে শেয়ার দর বেড়েছে সেগুলোর মধ্যে ৪ খাতের শেয়ার দর ৭ শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে। সেগুলো হলো- জেনারেল ইন্সুরেন্স, সিরামিকস্, সিমেন্ট এবং পাট খাত।



খাতগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জেনারেল ইন্সুরেন্স খাতে। এখাতে দর বেড়েছে ৯.৪০ শতাংশ খাতটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে অগ্রণী ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, বিএনআইসিএল, ফেডারেল ইন্সুরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স। কোম্পানিগুলোর দর বেড়েছে ১২ শতাংশ থেকে ২৯ শতাংশ পর্যন্ত।



এরপর দর বেড়েছে সিরামিক খাতের শেয়ারে ৯.৪০ শতাংশ। এখাতে দর বেড়েছে শাইনপুকুর সিরামিকের ১৯.২৩ শতাংশ ও আরএকে সিরামিকের ১০.০৬ শতাংশ।



দর বৃদ্ধির তৃতীয় খাত সিমেন্ট খাতের শেয়ারে দর বেড়েছে ৯.১০ শতাংশ। এখাতে দর বেড়েছে দুই বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট ২৬.৬৭ শতাংশ ও লাফার্জহোলসিমের ৯.০৭ শতাংশ।



সর্বোচ্চ দর বৃদ্ধি চতুর্থ খাতে পাট খাতে দর বেড়েছে ৭.৮০ শতাংশ। এখাতে বেশি দর বেড়েছে সোনালী আঁশের ১৪.৬২ শতাংশ।



এরপর দর বেড়েছে বিবিধ খাতের শেয়ার ৪.৬ শতাংশ, আর্থিক খাতের শেয়ার ৪.৫ শতাংশ, সেবা খাতের শেয়ার ৩.১ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের শেয়ার ২.৭ শতাংশ, জীবন বিমা খাতের শেয়ার ২.২ শতাংশ, জ্বালানি খাতের শেয়ার ২ শতাংশ, মিউচুয়াল ফান্ডের ইউনিট ২ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতের শেয়ার ১.৯ শতাংশ, চামড়া খাতের শেয়ার ১.১ শতাংশ এবং প্রকৌশল খাতের শেয়ার ০.৪ শতাংশ।


সূএ:শেয়ারনিউজ

Post a Comment

Previous Post Next Post