চাঙ্গা বাজারেও দাঁড়াতে পারছে না দুই খাত

 


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ এপ্রিল) পুঁজিবাজারের সব সূচক বেড়েছে এবং বেড়েছে লেনদেনও। কিন্তু চাঙ্গা বাজারেও দুই খাতের শেয়ার দরে পতন রয়েছে। খাত দুটি যেন কোনোভাবেই দাঁড়াতে পারছে না। খাত দুটি হলো-বস্ত্র ও প্রকৌশল খাত।



বাজার সংশ্লিষ্টরা বলছেন, বস্ত্র খাতে করোনার থাবা সবচেয়ে বেশি পড়ছে। করোনা মহামারির কারণে এখাতে রপ্তানি কমে যাওয়া এবং বাজার সংকুচিত হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে এখাতের শেয়ারে নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা সাবধাণতা অবলম্বন করছেন।



অন্যদিকে, প্রকৌশল খাতের কোম্পানিগুলোর পারফরমেন্সও খুব একটা ভালো না। করোনার থাবায় এখাতের কোম্পানিগুলোর মুনাফায়ও বেশ আঘাত হানছে। এসব কারণে প্রকৌশল খাতের কোম্পানিগুলোর শেয়ারেও নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা সাবধানতা অবলম্বন করছেন।



তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, খাত দুটির বেশির ভাগ শেয়ার এখন বিনিয়োগ উপযোগি। এ দুই খাতে কোম্পানিগুলোর শেয়ার দর এমন পর্যায়ে নেমে এসেছে, ঊর্ধবমুখী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।



বাজার বিশ্লেষণে দেখা যায়, বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৪টির, দর বেড়েছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দর। এ খাতর আজ দর কমেছে ৪৩.৬৪ শতাংশ শেয়ারের, বেড়েছে ৩৮.১৮ শতাংশ শেয়ারের।



বস্ত্র খাতে আজ দর বেশি কমেছে আনলিমা ইয়ার্ন, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, এমএল ডাইং, দেশ গার্মেন্টস, সায়হাম টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, ভিএফএস থ্রেড, আর্গন ডেনিম, স্কয়ার টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, এভিন্স টেক্সটাইলস, জেনারেশন নেক্সট, এইচআর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, নূরানী ডাইং, প্রাইম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন, তাল্লু স্পিনিং, জাহিন টেক্সটাইল।



অপরদিকে দর বেড়েছে আলিফ বিএন্ডএ টেক্সটাইল, ডেলটা স্পিনিং, ড্রাগন সোয়েটার, ফ্যামিলি টেক্সটাইল, মিথুন নিটিং, প্যাসিফিক ডেনিম, আরএন স্পিনিং, সিমটেক্স, তুংহাই, ঢাকা ডাইং, ম্যাকসন্স স্পিনিং, সাফকো স্পিনিং, তস্রিফা ইন্ডাষ্ট্রিজ, আলহাজ্ব টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, নিউ লাইন, হামিদ ফেব্রিক্স লিমিটেড, আমান কটন এবং দুলামিয়া কটনের।


প্রকৌশল খাত : প্রকৌশল খাতে ৩৭টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৯টির, দর বেড়েছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। এ খাতের আজ দর কমেছে ৫১.৩৫ শতাংশ শেয়ারের, বেড়েছে ২৪.৩২ শতাংশ শেয়ারের।



এ খাতের দর বেশি কমেছে ওয়ালটন, আজিজ পাইপস, মীর আক্তার হোসেন, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, নাভানা সিএনজি, কাশেম ইন্ডাস্ট্রিজ, গোল্ডেনসন, ওয়াইম্যাক্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটো, আরএসআরএম স্টিল, এসএস স্টিল, বিবিএস, বেঙ্গল উইন্ডসোর, ইফাদ অটোস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ইয়াকিন পলিমারের শেয়ার।



আর দর বেড়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড, এস আলম, বিডি ল্যাম্পস, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপোলো ইস্পাত, ডোমিনেজ স্টিল, কপারটেক, বিডি থাই এলুমিনিয়াম ও নাহি অ্যালুমিনিয়ামের।

সূএ: শেয়ার বাজার

Post a Comment

Previous Post Next Post