শেয়ার ছেড়েছেন সাত কোম্পানির বিনিয়োগকারীরা

 


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সব সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

আজ ডিএসইতে ভলিউম লিডারের তালিকায় থাকা ১৬ কোম্পানির মধ্যে ৯টির দর বেড়েছে, কমেছে ৭টির দর। বাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের শীর্ষে থাকা কোম্পানির দর বৃদ্ধি না পেয়ে দর পতনের পেছনের কারণটি হলো বড় বিনিয়োগকারীদের সেল প্রেসার। বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুরোর শেয়ারে প্রফিট টেকিং মুডে ছিলেন বলে লেনদেনের শীর্ষে থেকেও কোম্পানিগুলো দর হারিয়েছে।

ভলিউম লিডারে শীর্ষে থাকা দর হারানো কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স ও ফেডারেল ইন্সুরেন্স লিমিটেড।

অপরদিকে, ভলিউম লিডারে থাকা ৭ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যে কারণে কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে, বেড়েছে শেয়ার দরও। কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইনান্স, লাফার্জহোলসিম সিমেন্ট, পূরবী জেলানারেল ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, রিপাবলিক ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেনস, সাইনপুকুর সিরামিকস ও বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স।

Post a Comment

Previous Post Next Post