পতনের শীর্ষ তালিকায় ফ্লোর প্রাইস তুলে নেয়া ৮০% কোম্পানি

 


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৭ এপ্রিল ৬৬টি কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয়। গত বিদায়ী সপ্তাহে (১৮-২২ এপ্রিল) দর পতনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে ফ্লোর প্রাইস তুলে নেওয়া ৮০ শতাংশ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



পতনের শীর্ষ তালিকায় থাকা ফ্লোর প্রাইস তুলে নেয়া কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার (কেপিসিএল), রিং সাইন টেক্সটাইলস, এম.এল ডাইং, সোনারগাঁও টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং।



বিদায়ী সপ্তাহে (১৮-২২ এপ্রিল) খুলনা পাওয়ারের শেয়ার দর কমেছে ৯.২৬ শতাংশ, রিং সাইন টেক্সটাইলসের ৯.২৬ শতাংশ, এম.এল ডাইংয়ের ৯.১১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৮.৯২ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৮.২৯ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮.১৫ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭.৯৬ শতাংশ ও ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭.৯৪ শতাংশ।

Post a Comment

Previous Post Next Post