নতুনরূপে’ ক্রিকেটার সৌম্যর স্ত্রী', মুহূর্তেই দৃশ্য ভাই'রাল

 

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। সেখানে আছেন ওপেনার সৌম্য সরকারও। এর মধ্যে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে ভাই'রাল হয়েছেন সৌম্যর স্ত্রী' প্রিয়ন্তি। ১৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি মানুষ দেখলো ছবিটি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি খুলনার মে'য়ে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে বিয়ে করেন ক্রিকেটার সৌম্য সরকার।

প্রিয়ন্তি দেবনাথ পূজার বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।

সৌম্য তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সৌম্যর বাবা কি'শোর মোহন সরকার সাতক্ষীরা জে'লার সাবেক শিক্ষা অফিসার। মা নমিতা রাণী সরকার গৃহিণী।

Post a Comment

Previous Post Next Post