স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি কেও ছাড়েনি করোনাভাইরাস!



বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের ব্যক্তিগত সহকারি ও করোনা পজিটিভ। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের লাইন ডিরেক্টর মিজানুর রহমান‌ও করোনা আক্রান্ত।


এসব তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ এর মহাপরিচালক অধ্যাপক ডঃ মোঃ রুবেল আমিন।


তিনি বলেন, স্বাস্থ্য ডিজি ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর এর লাইন ডিরেক্টর সহ পাঁচজন করোনা আক্রান্ত হয়েছে। তবে তারা সবাই ভাল আছেন।


গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।


ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post