গান শুনতে ভালোলাগে কেন?

 


প্রশ্নঃ গান শুনতে ভালোলাগে কেন?

প্রশ্নকারীঃ Md Limon

উত্তরঃ 

যখন এই প্রশ্নটি #Md_Limon গ্রুপে করে অনেকে হা হা রিঅ্যাক্ট দেয় আবার অনেকে বাজে বন্তব্য করে তাদের বলি - সকল বাদ্য যন্ত্র পদার্থবিজ্ঞানের কোন না কোন নিয়ম মেনে তৈরি করা হয়। আর বাদ্য যন্ত্র গুলো কম্পনের মাধ্যমে সুর সৃষ্টি করে। তাই এখানে সহাস্যকর কিছু ঘটেনি।

প্রশ্নকারীর প্রশ্নে কিছু ভুল আছে, কারন তার কাছে গান ভাল লাগে ঠিক কিন্তু সব গানতো ভালোলাগে না। কোন টাইপের গান আপনার ভালোলাগবে সেটা আপেক্ষিক বিষয়। 

টিনের চালে বৃষ্টির শব্দ হুমায়ন আহম্মদে ভালোলাগে আমারও লাগে কিন্তু অন্য একজনের ভালোনাও লাগতে পারে। হারমনি গিটারের সুর আমাদের শুনতে ভালোলাগে কিন্তু হঠাৎ গাড়ির হর্ন কার ভালোলাগবে?

যে সকল শব্দ শ্রুতিমধুর তদের বলে সুর যুক্ত শব্দ। সুর যুক্ত শব্দ গাণিতিক নিয়ম মেনে চলে। আমাদের মস্তিষ্কর ডান পাশের 'প্যারাইটাল লোব' নামক অংশ শব্দগুচ্ছের এই গানিতিক আচরণটাকে বুঝতে পারে। মস্তিষ্ক এই শব্দকে এমন ভাবে প্রোগ্রাম করা আছে যেন আমরা সুখকর অনুভূতি পাই। তবে এটা অবশ্যই আপেক্ষিক ভাবে কাজ করে। যেমন আপার পার্টিতে নজরুলগীতি ভালোলাগবেনা। 

উত্তরকারীঃ Ziaul Hoque

Post a Comment

Previous Post Next Post