গাজীপুরের শ্রীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী। গত ১৮ মার্চ রাত ২ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসিবাজার এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করেছে।
জানা গেছে, গাজীপুর জেলার গাছা থানারখাইলকৈর এলাকার মৃত রফিকুল ইসলামের মেয়ে (১৬) তার এক আত্মীয়কে নিয়ে একই জেলার শ্রীপুর থানার এমসি বাজার এলাকায় তার বান্ধবী রিয়া আক্তারের ভাড়া বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়া বাড়ির ম্যানেজার দুদু (৪৫) ও বাবুল মিয়া (৪৮) ভাড়া বাড়িতে রিয়া আক্তারের কক্ষে গৃহবধূকে আটক রাখে। পরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মজনু মিয়ার পুত্র সুজন (২৪), মুলাইদ এলাকার মুন্না (২২) ম্যানেজারদ্বয়ের সহযোগীতায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে এবং রিয়ার ঘর থেকে প্রায় দেড় লক্ষ টাকার স্বর্নালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় ধর্ষিতা ও তার বান্ধবী শ্রীপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ সুজন ও বাবুলকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার ওসি অপারেশন গোলাম সারোয়ার জানান, ঘটনায় জড়িত সুজন ও বাবুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।