৮৫ লাখ টাকায় গাড়ি কিনলেন নুসরাত ফারিয়া!

 


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন এই অভিনেত্রী। ঢাকাই সিনেমায় বেশ আলোচনা ফেলেছেন নুসরাত ফারিয়া। তার গাড়ির সক অনেক বেশি। তা না হলে তো আর প্রায় প্রতিবছরই গাড়ি পরিবর্তন করার কথা নয়।


গতকাল অন্তর্জালে ওয়েলকাম হোম বেবি স্পেস দিয়ে নতুন গাড়ি কেনার খবর জানিয়েছেন মুম্বাই ফেরত ফারিয়া‌। মার্চে কিনেছিলেন নীল রঙের একটি গাড়ি ।


অন্তর্জালের চোখ রাখলে বোঝা যায় নুসরাত ফারিয়ার নতুন গাড়ির বাজার মূল্য কত তা জানতে অধিক আগ্রহী সকলে। এনটিভি সংবাদ সে খবর নিয়েছে। সম্প্রতি সময়ে নুসরাত ফারিয়ার নতুন গাড়ির বাজার মূল্য 85 লাখ টাকার মতো।এর সঙ্গে যুক্ত হবে অন্যান্য খরচ পাতি, যেমন- লাইসেন্স, ইন্সুরেন্স, কাগজপত্র ইত্যাদি। 


"আরো আগে কিন্তু চেয়েছিলাম। কিন্তু প্যানডেমিক এর কারণে কেনা হয়নি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে ফিরে গাড়িটা কিনব। আমার নিজের টাকা দিয়ে কেনা" গণমাধ্যমকে এসব কথা জানান ফারিয়া।

Post a Comment

Previous Post Next Post