তামিম ইকবাল ও লিটন কুমার দাস স্বাভাবিক ব্যাটিং করার চেষ্টা করছিলেন প্রথম পাঁচ ওভারে। ভেঙে গেল প্রথম জুটি। কমে গেল রান তোলার গড়। শেকল ভেঙ্গেই জোর করে একটি বল কাট করার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। এরপর মোহাম্মদ মিঠুন আউট হয়ে। বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ দল।
জিমি নিশামের করা ২২ তম ওভারে কাট করতে গিয়ে ক্যাচের শিকার হয়েছিল মুশফিক। ২ চারে ৪৯ বলে ২৩ রান করে আউট হন তিনি। মুশফিকুর রহিম সাধারণ ব্যাট করতে না পারলেও এক প্রান্ত আগলে রাখছিলেন।
মিঠুন আউট হওয়ার আগ পর্যন্ত করেন ২৭ বলে ৯ রান।মুশফিক আউট হওয়ার এক ওভার পরই দূর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হন তিনি। এবারও বোলার সেই নিশাম। ২৪তম ওভারে তাঁর বলে স্ট্রেট ড্রাইভ খেলেছিলেন মাহমুদউল্লাহ। বল নিশামের হাত ছুঁয়ে ভেঙে দেয় অপর প্রান্তের স্টাম্প। রান নেওয়ার জন্য এগিয়ে যাওয়া মিঠুন তখন ক্রিজের বাইরে।
উইকেটে এখন মাহমুদউল্লাহর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেটে ৭৩ রান করেছে বাংলাদেশ।
এর আগে নিশামেরই খাটো লেংথের উঠে আসা বল সামলাতে না পেরে মিড অনে ক্যাচ দেন লিটন দাস। ৩৬ বলে ১৯ রান করে আউট হন এ ওপেনার।
ইনিংসের পঞ্চম ওভারে চার বলের ব্যবধানে তামিম ইকবাল (১৩) ও সৌম্য সরকারকে তুলে নেন বোল্ট। 'আনলাকি থার্টিন' ১৩ রানে আউট তামিম। এই ১৩ রানেই অবশ্য আছে ইনিংসের তৃতীয় বলে ওই বোল্টকেই পয়েন্টের ওপর দিয়ে মারা একটি ছক্কা।