অ'ভিনেত্রী শ্রুতি দাস তাঁকে নিশ্চয়ই চেনেন সবাই। জি-বাংলা খ্যাত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অ'ভিনয় করেই টলিউড অ'ভিনয় জগতে তাঁর অ'ভিষেক হয়। শোনা যায়, অ'ভিনয়কে ক্যারিয়ার করতেই সাহস নিয়ে কাটোয়া থেকে কলকাতায় এসেছিলেন পড়াশোনা করতে তিনি। সেই সঙ্গে মডেলিং ছিল স্বপ্ন। কিন্তু কে জানত প্রথম অডিশনেই তিনি পেয়ে যাবেন অ'ভিনয়ের সুযোগ।
মাত্র কয়েকদিনের মধ্যেই তাঁর দক্ষ অ'ভিনয় জয় করে নেয় তাঁর সকল অনুরাগীর মন। তারপর থেকে তাঁকে আর পিছু ফিরে দেখতে হয়নি। তবে লকডাউনের মধ্যেই তাঁর ‘ত্রিনয়নী’ ধারাবাহিকটি শেষ হয়ে যায়।
কিন্তু তারপরেও একটুও কমেনি শ্রুতির জনপ্রিয়তা। তবে তাঁর অ'ভিনয়ে দর্শকদের মন কাড়লেও তাঁর গায়ের কালো রং ও সৌন্দর্য্যের দিকে দিয়ে মাঝে মাঝেই নানারকম বিতর্কের মুখে পড়তে হয়। কিছুদিন আগেই তাঁকে গায়ের রং এর জন্য ‘চাকরানী, কাজের মাসি, নায়িকার চরিত্রে অ'ভিনয় করা তাঁকে মানায় না’ নানারকম টোনটিপ্পনী শুনতে হয়েছিল দর্শকমহল থেকে।
https://www.instagram.com/p/CLbQvFIg3Q7/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
কিন্তু তিনি এতে হেরে যাননি, সঠিক জবাব দিয়ে নিজেকে অ'ভিনয়ের জগতে বারবার প্রমাণ করেছেন। যদিও রঙে নয় মানুষের বিচার হয় দক্ষতায়। মা'থা ভর্তি লম্বা ঘন চুলের শ্রুতি রাতের ঘুম ওড়াতে পারেন যে কোনও কারও।
শ্রুতি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। নানা রকম কিছু পোস্ট করতে দেখা যায় তাঁকে। কখনও গান গাইছেন, আবার কখনও নাচের ভিডিও পোস্ট করছেন।
ইতিমধ্যে তিনি নতুন ধারাবাহিকে মুখ্য, এবং প্রতিবাদী চরিত্রে রয়েছেন। স্টার জলসা খ্যাত ‘দেশের মাটি’ ধারাবাহিক একপ্রকার প্রধান চরিত্রেই তিনি অ'ভিনয় করছেন। মাত্র কয়েকদিন এই ধারাবাহিকের বয়সেই এই ধারাবাহিক জনপ্রিয়তা পেয়েছে অনেকটাই। সম্প্রতি ‘দেশের মাটি’র মেক-আপ রুম থেকেই একটি মজার ভিডিও শেয়ার করেছেন তিনি, সহ অ'ভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
তারপরেই শ্রুতি বলছেন তাহলে বেনুনি করবো কি করে? এত ক'ষ্ট করে চুলটা বড় করলাম কে'টে ফেলবো? এবার শম্পা বলছেন, তাহলে কাটিস না। এই হ্যাঁ, না করতে করতেই বির'ক্ত হয়ে যান শম্পা।
একটা কাঁচি বার করে প্রায় এক প্রকার জো'র করেই কে'টে ফেলতে চান শ্রুতির চুল। যদিও শেষ পর্যন্ত রক্ষা পায় শ্রুতির চুল।’ নিছকই এটি একটি মজার ভিডিও ছিল, রীতিমতো নাট'ক করেই করেছেন তিনি এই ভিডিও। এই ভিডিওটি শ্রুতি ইনস্টাতে শেয়ার করা মাত্রই বহু পছন্দের সংখ্যা কুড়িয়েছে