আ'মার উ'ত্থান হয়ে'ছে ব'ড় এ'ক নে'তার পত'ন দি'য়ে: নি'ক্সন চৌ'ধুরী

 ফ'রিদ'পুর-৪ আ'স'নের এ'মপি ও যু'বলী'গের প্রেসি'ডিয়া'ম স'দ'স্য মু'জিবুর র'হমান নি'ক্সন চৌ'ধুরী বলেছেন, ‘আ'মি রাজ'নী'তিতে যা দে'খছি, আ'মার উ'ত্থান হ'য়েছে ব'ড় এ'ক নে'তার পত'ন দিয়ে। যা'কে লো'কে দক্ষি'ণবঙ্গে'র সিংহ'পুরুষ ব'লে জা'নত, তা'কে বিড়ালের মতো ভেঙেচুরে যেতে হয়ে'ছে। এটাই জনগণের শক্তি।’

আ'জ বৃহস্প'তিবার (১৮ মার্চ) বিকা'লে মাদা'রীপুরের রা'জৈর উপজে'লার টে'কেরহাট শহীদ সরদার গা'লর্স স্কুল 'অ্যান্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


নিক্স'ন চৌ'ধুরী ব'লেন, আল্লা'হর প'র য'দি রাজনীতিতে কোনো শক্তি থাকে তবে তা হলো জনগণ। তারপর কেউ নেই। আমি কিন্তু ভাই, বড় নেতা বলতে কিছু চিনি না। 

তি'নি ব'লেন, আ'মার চো'খে দে'খা ফরি'দপুরের বি'শাল এ'ক নেতা, যে নেতার জন্য ফরিদপুরের আওয়ামী লীগের মানুষ নির্যাতিত হয়েছে, সেই নেতারও কিন্তু একদিন পতন হয়েছে। 

জেলা আও'য়ামী লীগের সাধারণ সম্পাদক কাজ'ল কৃ'ষ্ণ দে’র উপ'স্থাপনায় অ'ন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিপন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম প্রমুখ।



Post a Comment

Previous Post Next Post