নতুন সিনেমা রিলিজ দিঘীর জীবনের নতুন কিছু নয়। তবে 'তুমি আছো তুমি নেই' এই সিনেমাটি দিঘির জীবনে অবশ্যই নতুন কিছু কারণ এই সিনেমায় চলচিত্র অভিনেত্রী দিঘী থাকছেন নায়িকা হিসেবে। মুক্তির অপেক্ষায় তুমি আছো তুমি নেই চলচ্চিত্রটির ট্রেলার দেখে মন্তব্য করায় অভিনেত্রী দিঘী এখন মামলার হুমকির মুখে। তবে মামলা নিয়ে দিঘী বিচলিত নয়। তিনি সাংবাদিকদের জানান- তিনি চিন্তিত নির্মাতার ঝন্টু কষ্ট পেয়েছি কিনা তা নিয়ে। কষ্ট পেয়ে থাকলে দিঘী ক্ষমা চাইবেন কিন্তু তার সাথে নির্মাতার পক্ষ থেকে কেউ যোগাযোগ করছে না এবং দিঘি ও যোগাযোগ করতে পারছে না। তবে কি তারা আদালতের মাধ্যমে কথা বলবে? তাহলে তো আমাকেও আদালতের মাধ্যমে কথা বলতে হবে।
দিঘীর নামে মামলা হয়েছে গুঞ্জন ছড়ালেও, এখনো কোনো প্রকার আইনি নোটিশ পাইনি দিঘী।
যে কারণে দিঘীর নামে মামলা গুঞ্জন শোনা যাচ্ছে তা স্বীকার করেছেন তিনি। দিঘী বলেন আমি কখনো বলিনি এই সিনেমার চলবে না। আমি সিনেমায় অভিনয় করেছি, এটা আমার সিনেমা আমি কেন বলবো সিনেমা চলবে না। আমি শুধু বলেছি ট্রেলার ভালো হয়নি, আমি তাই এখনো বলছি ট্রেলার ভালো হয়নি। আমি ট্রেলার সংশোধনের পরামর্শ দিয়েছিলাম। তারা তা করেনি। ছবিটি যতটা না আমার তার চেয়ে বেশি নির্মাতার। তাই তারা যা ভালো মনে করে করুক।
‘জীবনের প্রথম ছবি নিয়ে মামলা–মোকদ্দমা! নায়িকা হিসেবে ক্যারিয়ারের শুরুতেই এ রকম ঘটনাকে বাধা মনে করছেন কি?’ উত্তরে দীঘি বলেন, ‘তা করছি না। তবে একে একটা শিক্ষা হিসেবে নিয়েছি। জীবনে তো উত্থান–পতন থাকেই। একে আমি ইতিবাচকভাবে দেখছি। এটা আমার জন্য একটা শিক্ষা। ভবিষ্যতে এ ধরনের বিষয় নিয়ে কথা বলার সময় আরও সাবধান থাকব। মামলা-মোকদ্দমা, বিতর্ক— বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখতে চাই। তবে খারাপ লাগছে। ভাবিনি এ রকম হবে। হয়ে যখন গেলই, আত্মবিশ্বাস হারাচ্ছি না। আমি কাজ করে যাব।’