আগামী ৩০ মার্চ খুলছে না স্কুল-কলেজ; ছুটি বাড়তে পারে আরও: দীপু মনি


শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হতে পারে 

গত মার্চ মাসে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার বন্ধ করে দেয় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সকল অফিস। এরপর ৩১ এ মেয়ে সরকারি-বেসরকারি সকল অফিস খুলে দেওয়া হয় তবে খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই সরকারের এ সিদ্ধান্ত।


সর্বশেষ করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি আবার কঠিন রূপ নিচ্ছে। দৈনিক শনাক্তের হার গত ৫ জানুয়ারি ছিল ৬ দশমিক ৮৫ শতাংশ। এরপর তা ৩ শতাংশের নিচে নেমে ছিল তবে বর্তমানে করনা শনাক্ত হার ৬ শতাংশ। এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

Post a Comment

Previous Post Next Post