রাজধানীর কলাবাগান থানা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক এইচ আই হামজা সুনামগঞ্জের শাল্লায় হামলার প্রতিবাদ এবং হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের দাবি করেছেন ।
স্বাধীনতা দিবসের আগে মামুনুল হক গ্রেফতার না হলে অবিরাম অনশনের হুমকি দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এইচ আই হামজা বলেন, মুজিব জন্ম শতবর্ষ উদযাপন প্রাক্কালে সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃক এই ধরণের হামলা মানে অসাম্প্রদায়িক বাংলাদেশর মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা।
হেফাজত নেতা মামুনুল হকের বক্তব্য শেষে তার অনুসারীদের এই সাম্প্রদায়িক হামলার মাধ্যমে ধর্মীয় বিভাজন গাঢ় হচ্ছে। এতে দেশে দাঙ্গা বাঁধিয়ে ধর্মীয় উস্কানি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
হামজা আরও বলেন, শাল্লার হিন্দু অধ্যুষিত গ্রামে ন্যাকারজনক হামলার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতির উপর চরম আঘাত করা হয়েছে।
মামুনুল হককে ২৬ মার্চের মধ্যে গ্রেফতার না করা হলে আমি অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি।
Tags:
রাজনীতি