বিষের রাজা আর্সেনিক

বিষের রাজা আর্সেনিক 


 As এর পারমানবিক সংখা 33 আর পারমাণবিক ভর 74.922। এটি পর্যায়সারণীর ৪র্থ পর্যায় গ্রুপ ১৫ এ অবস্থিত। এটি একটি অপধাতু। চমৎকার বিষয় হল আমরা অনেকেই যেনে আসছি আর্সেনিক একটা বিষ। এটা অনেক বিষাক্ত। কিন্তু অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পূর্ব পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পর্যায় আর্সেনিক ব্যাবহার করা হত। আর্সেনিক বিষাক্ত ঠিক কিন্তু এটা মানুষের শরিরে তখনি খারাপ প্রভাব ফেলতে পারে যখন এটার মাত্রা প্রতি লিটারে ০.০৫মিলি গ্রাম বা তার বেশি হয়। এই রেঞ্জে বা এর বেশি পরিমাণ আর্সেনিক শরিরে প্রবেশকরালে ব্লাড, লান্স ও ফুসফুসের ক্যান্সার হয়। তবে এটা প্রকাশ পেতে অনেক সময় লাগে।

Ziaul Hoque

Post a Comment

Previous Post Next Post