আমাদের সৌরজগতের প্রায় সবটুকু ভরই সূর্যের দখলে!

আমাদের সৌরজগতের প্রায় সবটুকু ভরই সূর্যের দখলে!

লেখক -Fawzan Alim

মানুষের গড় ভর কত? উইকিপিডিয়ার তথ্যানুসারে, বিশ্বে প্রাপ্তবয়ষ্ক মানুষের গড় ভর 62 kg। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, মানব ইতিহাসের সবচেয়ে ভারী ব্যাক্তি হলেন Jon Browser Minnoch. তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন। তাঁর ভর ছিল 645 kg! (যা একটি প্রাইভেট কারের ভরের এক তৃতীয়াংশ!) আর এই ভর পৃথিবীর ভরের তুলনায় কিছুই না। আমরা অনেকেই জানি পৃথিবির ভর প্রায় 5.972×10²⁴ kg. যা প্রাথমিকভাবে অনেক বড় মনে হয়। কিন্তু এই ভর আমাদের সৌরজগতের মোট ভরের 1 শতাংশও না। আমাদের সৌরজগতের মোট ভর 1.0014 Solar masses (প্রায় 1.99×10³⁰ kg)। এই ভরের 99.86% ভর দখল করে আছে সূর্য (1.989×10³⁰ kg)। আর অবশিষ্ট 0.14% ভরের 90% ভর দখল করে আছে বৃহস্পতি (1.8986×10²⁷) এবং শনি (5.6836×10²⁶ kg)। শতকরা হিসেব করলে আমাদের সৌরজগতে পৃথিবীর কোনো অস্তিত্বই খুজে পাওয়া যায় না। ভাবতেই অবাক লাগে এইটুকুন একটা গ্রহের ছোট একটা দেশের ছোট একটা শহরে সামান্য শরীর নিয়ে আমরা এতকিছু করছি!

1 Solar mass =  1.99×10³⁰ kg (প্রায়)

তথ্যসূত্রঃ
https://en.wikipedia.org/wiki/Human_body_weight
http://www.guinnessworldrecords.com/world-records/heaviest-man
https://en.wikipedia.org/wiki/Earth
https://en.wikipedia.org/wiki/Solar_System
https://bn.wikipedia.org/wiki/Solar_System
https://en.wikipedia.org/wiki/Solar_mass
https://en.wikipedia.org/wiki/Jupiter
https://en.wikipedia.org/wiki/saturn

Post a Comment

Previous Post Next Post