এবার রাশিয়া-পোল্যান্ডের মধ্যে উত্তেজনা তুঙ্গে

 


ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া ও  পোল্যান্ডের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে সোভিয়েত গণহত্যার স্মৃতিসৌধ থেকে পোল্যান্ডের পতাকা সরিয়ে নিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


রাশিয়ার স্মোলেনস্ক শহরের মেয়র আন্দ্রেই বোরিসভ পশ্চিম রাশিয়ার ক্যাটিন স্মৃতিসৌধ থেকে পোল্যান্ডের পতাকা সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। 


আন্দ্রেই বোরিসভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিকন্টাক্টে বলেন, রাশিয়ান স্মৃতিস্তম্ভে পোল্যান্ডের পতাকা থাকতে পারে না। পোলিশ রাজনৈতিক নেতাদের অকপটে রুশ-বিরোধী মন্তব্যের পরেও এই পদক্ষেপ কমই বলা চলে।  


তিনি আরও বলেন, রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয় পোল্যান্ডের পতাকা সরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ক্যাটিন একটি রাশিয়ান স্মৃতিসৌধ।


এদিকে,ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের ‘নির্ভুল হামলায়’ পোল্যান্ডের ৮০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। 


এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দোনেৎস্ক অঞ্চলে ‘কনস্টান্টিনোভকার মেগাটেক্স জিঙ্ক কারখানায় নির্ভুল হামলায় ৮০ জন পোলিশ ভাড়াটে সৈন্য, ২০টি সাঁজোয়া যুদ্ধ যান এবং আটটি রকেট লঞ্চার ধ্বংস হয়ে গেছে’। 

Post a Comment

Previous Post Next Post