বন্ধু ছিল বন্ধুর আশ্রয় তবে বাচাতে পারেনি শেষ পর্যন্ত! গ্রেফতার জিতু

 


সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্র আশরাফুল আহসান জিতুকে (১৯) গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে বুধবার বিকালে গ্রেফতার করেছে র‌্যাব।


জিতু ওই এলাকায় বশির শরিফ (১৮) নামের তার এক সহপাঠীর আশ্রয়ে ছিল।বশিরের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাইউসোনা গ্রামে।


সে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে মোশাররফ হোসেনের ভাড়া বাড়িতে বড় ভাই ইমরান বিশ্বাস ও বড় বোন জিনিয়া আক্তারের সঙ্গে থেকে পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এনআরজি স্পিনিং মিলে প্রায় মাস দেড়েক আগে মেকানিক্যাল হেলপার পদে চাকুরি নেয়।


বুধবার ভোরে জিতু মানিকগঞ্জ থেকে বন্ধু বশিরের ভাড়া বাড়িতে আসে বলে জানায় বশির।


বশির জানায়, জিতুর সঙ্গে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে। মঙ্গলবার জিতু মানিকগঞ্জে তার নানার বাড়ি ছিল। বুধবার ভোরে জিতু শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এসে বশিরকে ফোন করে এবং কয়েকদিন জন্য আশ্রয় চায়।


জিতুকে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া নরসুন্দর সুজনের ভাড়া কক্ষে রেখেছিল বন্ধু বশির। ওই রুম থেকেই বুধবার বিকালে তাকে গ্রেফতার করে র‌্যাব।


বাড়ির মালিক সিদ্দিকুর রহমান জানান, ওই ছেলেটিকে তারা কেউই চিনেন না। বুধবার বিকালে হঠাৎই বাড়ির ভেতর কিছু লোকজন এসে বিভিন্ন ঘরে তল্লাশি শুরু করে। এ সময় ঘুম থেকে ডেকে তুলে এক ছেলেকে হ্যান্ডকাফ পড়ানো হয়। পরে সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post