সিভারস্কিতে দুটি রাশিয়ান সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেন, চলছে তীব্র লড়াই

 


ইউক্রেনীয়রা বিলোহোরিভকার কাছে সিভারস্কি ডোনেটস নদীতে রুশ বাহিনীর অগ্রযাত্রাকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয়রা, একটি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে।


এই লড়াইটি নদীর একই পাশ বরাবর চলছে, যেখানে রাশিয়ানরা দুটি পন্টুন সেতু তৈরি করেছিল, যা ইউক্রেনীয়রা উড়িয়ে দিয়েছেন।


বৃহস্পতিবার বিকালে স্যাটেলাইটে তোলা ছবিতে এমনটিই দেখা যাচ্ছে। খবর সিএনএনের।


স্যাটেলাইটে দেখা গেছে, নদীর ঠিক পশ্চিমে একটি ঘন জঙ্গল থেকে ধোঁয়া উড়ছে। রাশিয়ান পন্টুন সেতু দুটি যে এলাকায় তৈরি করা হয়েছে, সেখানেও লড়াই চলছে বলে মনে হচ্ছে।


আরও দেখা যায়, ধোঁয়া ওই অঞ্চলের বেশিরভাগ অংশ ঢেকে ফেলছে, কিন্তু এর মধ্য দিয়ে একটি বস্তু— একটি সম্ভাব্য তৃতীয় রাশিয়ান পন্টুন সেতু তৈরির চেষ্টা করছে রুশ বাহিনী। 


লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসক সেরহি হেইডে বুধবার বলেছেন, রাশিয়ানরা সিভারস্কি ডোনেটস নদীর ওপর সেতু নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 


তিনি আরও বলেন, ইউক্রেনীয়রা বারবার তাদের উড়িয়ে দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post