যে কারণে ইউক্রেনের ‘ভাঙাচোরা ট্যাংক, যুদ্ধযান’ নিয়ে যাচ্ছে রাশিয়া

 


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের ভালো এবং ভাঙাচোরা যুদ্ধযান ও ট্যাংক আটক করছে। আর সেগুলো তারা নিয়ে যাচ্ছে একটি কারখানায়। সেখানে এই যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে।


ইউক্রেনের কাছ থেকে যুদ্ধযান ছিনিয়ে নিয়ে ও রুশ হামলায় ধ্বংসপ্রাপ্ত হওয়া ট্যাংকগুলো ঠিকঠাক করে সেগুলো কথিত লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে দেওয়া হবে।


এগুলো ঠিক করা হচ্ছে যুদ্ধের কাছাকাছি একটি স্থানে। সেখানে কারখানা স্থাপন করেছে রুশ বাহিনী। আর এই কারখানায় রয়েছে উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনিয়ার ও কর্মী। তারা উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন ও সরঞ্জাম দিয়ে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দিচ্ছেন।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিটিআর-৮০ সৈন্যবহনকারী যুদ্ধযানের ইঞ্জিন মাত্র ৮ ঘণ্টার মধ্যে বদলে ফেলছে এই ইঞ্জিনিয়াররা। 


এই কারখানায় অবশ্য রাশিয়ার যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে। তবে ইউক্রেনের আটক করা যানগুলো আগে ঠিক করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কর্মীদের।


রাশিয়া জানিয়েছে, এখন পর্যন্ত ইঞ্জিনিয়াররা এই কারখানায় ইউক্রেনের আটককৃত ১২টি ভারি যান ও ট্যাংক ঠিক করে দিয়েছেন। বর্তমানে রাশিয়ার ট্যাংক বিধ্বংসী হামলায় যে ট্যাংকগুলো ধ্বংস হয়েছে সেগুলো ঠিক করা হচ্ছে। 


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে পাঠানোই রাশিয়ার পরিকল্পনা। 


সূত্র: জেরুজালেম পোস্ট

Post a Comment

Previous Post Next Post