আমেরিকার পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত

 


অব্যাহত পতনের ধারা থেকে বের হয়ে আসতে পারছে না বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ আমেরিকার পুঁজিবাজার। একইসাথে সূচক যেমন কমছে তেমনি নিম্নমুখী অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


ইউক্রেন ও রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে পশ্চিমা বিশ্বের নেতারা বৈঠকে বসছে এমন খবরে বেশ চাঙ্গা করতে পারছে না দেশটির পুঁজিবাজার। এার্কেট ওয়াচ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এখানে প্রযুক্তি নির্ভর কোম্পানির শেয়ারের দাম কমেছে অপ্রত্যাশিতভাবে। প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর পতনের কারণে এখানে সবচেয়ে বেশি পতন হচ্ছে।


শেয়ার বাজারে পতনে দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে চরম পর্যায়ে পৌছেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশেটির পুঁজিবজারে গত বছর আন্তর্জাতিক অনেক বড় প্রযুক্তি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এরপরও দেশটির পুঁজিবাজার পতনের ধারা থেকে বেড় হতে পারছে না।


এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার পুঁজিবাজারে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এর সুচক ১.২৯ বা ৪৪৯ পয়েন্ট কমেছে। একই সাথে এসএন্ডপি-৫০০ কমেছে ১.২৩ শতাংশ বা ৫৫ পয়েন্ট।

Post a Comment

Previous Post Next Post