প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র মতে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৯৮ পয়সা।


অন্যদিকে আলোচিত বছরে এককভাবেও ব্যাংকটির ইপিএস (Solo) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৮ পয়সা।


গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৪৪ পয়সা। আর এককভাবে ছিল ২১ টাকা ২৮ পয়সা।


আগামী ১৭ মে, মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল, বুধবার।

Post a Comment

Previous Post Next Post