ঘুষের টাকা নিয়ে দুই নারী স্বাস্থ্যকর্মীর চুলোচুলি, ভিডিও ভাইরাল

 


ঘুষের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই নারী স্বাস্থ্যকর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে।

ভারতের বিহারের জামুই লক্ষীপুর ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। 
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই দুই নারী স্বাস্থ্যকর্মী পরস্পরের চুল ধরে টানাটানি করছেন। এমনকি স্যান্ডেল ও হাত দিয়েও তাদের পরস্পরের ওপর চড়াও হতে দেখা যায়। এ সময় এক ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করেন। 

কর্মকর্তারা জানান, রোববার এনজিও কর্মী রিন্টু কুমারী  বিসিজি টিকার দেওয়ার জন্য এক নবজাতককে নিয়ে  স্বাস্থ্যকর্মী (এএনএম) রঞ্জনা কুমারীর কাছে আসেন। 

রঞ্জনা কুমারী টিকা দেওয়ার জন্য ৫০০ রুপি ঘুষ দাবি করেন। এ নিয়ে রঞ্জনার সঙ্গের রিন্টুর প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এ পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। 

বিষয়টি জানতে পেরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। তবে ওই  দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। 

Post a Comment

Previous Post Next Post