বাসর রাতে পরীমণির চিৎকারে ঘুমাতে না পেরে ৯৯৯ নাম্বারে কল করে অভিযোগ করলেন প্রতিবেশী

 


ঢালিউড কুইন খ্যাত চিত্র নায়িকা পরীমনীর বিয়ে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা,  নেটিজেনদের ধারণা বিয়ে না করে কেউ মা হলে সেটা হচ্ছে অবৈধ সন্তান এসব সমালোচনার জবাব দিতেই ২৩ জানুয়ারি বিয়ের পিরিতে বসেন রাজ-পরী দম্পতি।  



শুধু সেখানেই শেষ না পরীমনির বাসর রাতে কান্নার আওয়াজে ঘুমাতে না পেরে এবার ৯৯৯ নাম্বারে ফোন করে অভিযোগ করেছেন পরীর পাশের ফ্লাটের প্রতিবেশী দম্পতি তাদের অভিযোগ অতিরিক্ত কান্নার আওয়াজে তাদের ঘুমের ব্যাপক ক্ষতি হচ্ছে।  




এ বিষয়টি সমাধানে রাতের মধ্যেই পরীর বাসায় পুলিশের একটি ফোর্স পাঠায় বোদা থানার ভারপ্রাপ্ত এস আই জয়নাল। 

source|: https://www.crazycaptions24.com/2022/01/blog-post.html?m=1&fbclid=IwAR3XypJInBaap8x14qRyGbBO673ohwWDt68BtYWy-0jV_BvvnzxSBmYpu1g

Post a Comment

Previous Post Next Post