‘শেখ হাসিনার হাতে মৃ'ত্যুর আগে ৩ ভাইকে তুলে দিয়েছিলেন বাবা’

 


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মৃ'ত্যুর ১৫ থেকে ৩০ মিনিট আগে বাবা আমাদের ৩ ভাইকে একজনের হাতে তুলে দিয়েছিলেন। তিনি হচ্ছেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। বাবা বলেছেন, আমা'র ছে'লেরা যদি বঙ্গবন্ধু হ'ত্যার বিচার চাইতে গিয়ে মা'রা যায়, আমি যেখানেই থাকি, আমি শান্তিতে থাকব। আম'রা সেই পিতার সন্তান, যিনি বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দেওয়ার জন্য আমাদেরকে নেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। সেখানে আমা'র অবস্থান নৌকার বাইরে থাকতে পারে না।’


সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান।


নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশের প্রথম সারির সকল সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ সময় শামীম ওসমান বলেন, এখানে আমা'র প্রেস কনফারেন্স করার কথা না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মাত্র ৫ লাখ ১৯ হাজার ভোটার। সেখানে সিটির মাত্র ১০টি ওয়ার্ড আমা'র নির্বাচনী এলাকায়। পাশেই ফতুল্লার ৩টি ইউনিয়নে আরও ৬ লাখের বেশি ভোটার আছে, আরও দুটি ইউনিয়ন নিয়ে ভোটার সংখ্যা ৭ লাখের কাছাকাছি। সেখানেও কিছুদিন আগেই নির্বাচন হলো ইভিএম-এ। সেই নির্বাচনে আমি গেলামও না, কথাও বললাম না, নির্বাচন হয়ে গেল টেরও পেলাম না। কিন্তু সিটি নির্বাচনটা আসলেই কেন জানি একটা সমস্যা হয়ে যাচ্ছে। গরিবের বউ যেমন সবার ভাবি হয়, তেমনই আমা'র অবস্থা হয়েছে এই। কেউ বলে, আমি উনার, উনিও বলে আমি উনার আবার দুজন দুজনকে দিয়ে দিতে চায়। কি এক অবস্থায় আমি আছি। আমি জানি না।


শামীম ওসমান বলেন, আমি একটি কারণে মানুষিকভাবে ক'ষ্টে আছি, সেটা আপনারা জানেন। যদি আমি সেই জিনিসটা চেপে যাই, তাহলে অসত্য বলা হবে। তার ওপর আমি একজন সংসদ সদস্য, আইনপ্রণেতা। নির্বাচনে নামলে আইন লঙ্ঘন হবে। তাই নিয়ম অনুযায়ী, আমি নির্বাচনে আসারও কথা না। কিন্তু আমা'র না আসা নিয়ে একটি পক্ষ একের পর এক ইস্যু তৈরি করেছেন। আমা'র দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সে জন্য আমি ভাবলাম, আমা'র কথা বলা উচিত। তাই এই প্রেস কনফারেন্স।


শামীম ওসমান আরও বলেন, আমা'র জীবনের সবচেয়ে বড় ক'ষ্টের প্রেস কনফারেন্স এটা। আমা'র জীবনের সবচেয়ে ক'ষ্টদায়ক দিন হয়তো বা এটা। তারপরেও এখানে আসছি, আমা'র বড় ভাই সেলিম ওসমান আমাকে আপার হাতে আমাদের ৩ ভাইকে তুলে দেওয়ার কথা স্ম'রণ করিয়ে বলেছেন, এই নৌকা কার? আমি বললাম আপার। এই নৌকা কার? আমি বললাম ‘বঙ্গবন্ধুর’। তিনি বললেন, বাকিটা আপার ওপর ছেড়ে দাও। উনি আমাদের অ'ভিভাবক।


শামীম ওসমান বলেন, ‘নৌকার প্রার্থী কে সেটা আমা'র দেখার বিষয় নয়, আম'রা দেখব নৌকাকে। আম'রা নৌকার পক্ষে আজ থেকে নামলাম। ১৬ তারিখ খেলা হবে এবং জয় আমাদেরই হবে।


প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য শামীম ওসমানের নীরবতায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তার অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে উ'ত্তাপ ছড়াচ্ছিল। নৌকা প্রতীকে অংশ নেওয়া দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মন্তব্য করেছিলেন ‘গডফাদার শামীম ওসমানের প্রার্থী তৈমূর আলম খন্দকার’। অবশ্য এর কয়েক দিন আগে আইভী বলেছেন, শামীম ওসমান আমা'র বড়ভাই, আমাদের দলের নেতা। তিনি সংসদ সদস্য বিধায় সরাসরি প্রচারে আসতে পারছেন না। তবে তার সম'র্থন আমা'র প্রতি রয়েছে।

Post a Comment

Previous Post Next Post