গভীর রাতে ম'দ্যপ অবস্থায় বন্ধুসহ স্প'র্শিয়া আ'ট'ক

 


গভীর রাতে অ'ভিনেত্রী স্প'র্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গন দত্ত অর্ঘকে (৩৩) আ'ট'ক করে রাজধানীর ধানমন্ডি থা'না পু'লিশ। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। পু'লিশ বলছে, ম'দ্যপ অবস্থায় পু'লিশের সঙ্গে অসাদচারণ করায় তাদের থা'নায় নেওয়া হয়েছিল।


এমন খবর প্রকাশ করেন দেশের প্রথম শ্রেণির একটি গণমাধ্যম। সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ৮/এ রোডে ইউনিমা'র্ট শপিং সেন্টার এলাকায় ধানমন্ডি থা'নার এসআই মাহবুব উল আলম এবং এসআই মাইনুল ইস'লাম টহল উিউটিতে ছিলেন। রাত ১২ টার দিকে আবাহনী মাঠের দিক থেকে জিগাতলার দিকে একটি অ'ভিজাত প্রাইভেট কার (ঢাকা মেট্টো-ঘ-১৭-৪০৭২) বেপরোয়া গতিতে যাচ্ছিল। ইউনিমা'র্টের সামনের সড়কে একটি রিকশায় ধাক্কা দেওয়ার উপক্রম হয়েছিল গাড়িটি। এসআই মাহবুব গাড়িটি থামা'র সংকেত দেন।


ওই গাড়িতে ছিলেন অ'ভিনেত্রী স্প'র্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গন দত্ত অর্ঘ। প্রাঙ্গন গাড়ি চালাচ্ছিলেন আর পাশের সিটে ছিলেন স্প'র্শিয়া। তাদের গাড়ি কেনো থামানো হয়েছে-এমন প্রশ্ন করে পু'লিশের ওপর চড়াও হন তারা। পু'লিশের সঙ্গে অসাদাচরণ করেন। ম'দ্যপ অবস্থায় কিনা প্রাঙ্গনের কাছে জানতে চায় পু'লিশ। এসময় প্রাঙ্গন বলেন, তার ম'দপানের লাইসেন্স রয়েছে। কিন্তু তখন লাইসেন্স দেখাতে পারেননি। এক পর্যায়ে গাড়িসহ তাদের ধানমন্ডি থা'নায় নেওয়া হয়। পরে রাতেই প্রাঙ্গন মুচলেকা দেন থা'নায়। এরপর স্প'র্শিয়া ও তিনি ছাড়া পান। ম'দ্যপ অবস্থায় থাকার কথা মুচলেকায় উল্লেখ করেন প্রাঙ্গন। অবশ্য মুচলেকায় স্প'র্শিয়ার নাম উল্লেখ করেননি।


এসআই মাহবুব গণমাধ্যমকে বলেন,’গাড়ি কেনো থামানো হয়েছে, এই প্রশ্ন তুলে প্রাঙ্গন খা'রাপ আচরণ করেন। স্প'র্শিয়াও চি'ৎকার চেচামেচি করছিলেন। অবশ্য আম'রা তার সঙ্গে কথা বলেনি। যেহেতু প্রাঙ্গন ম'দ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তাই তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে থা'নায় নেওয়া হয়।’


ধানমন্ডি থা'নার ওসি ইকরাম আলী মিয়া বলেন, দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পু'লিশ গাড়ি থামিয়ে প্রাঙ্গনকে জিজ্ঞাসাবাদ করে। গাড়িতে স্প'র্শিয়া ছিল। তারা পু'লিশের সঙ্গে অসাদচারণ করেন। এ কারণে তাদের থা'নায় নেওয়া হয়েছিল। রাতেই মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাদের।


এ বিষয়ে স্প'র্শিয়া গণমাধ্যমকে বলেন,’ আমাদের এমন কিছু হয়নি। গাড়ির সামনে একটা রিকশার সাথে হালকা ধাক্কা লেগেছিল। বড় কোন ইস্যু নয়।’

Post a Comment

Previous Post Next Post