মোনার্ক মা'র্ট নামে ই-কমা'র্স প্রতিষ্ঠান নিয়ে আসলেন সাকিব আল হাসান

 

ক্রিকে'টের বাইরে রেস্টুরেন্ট ও খামা'রসহ একাধিক ব্যবসায় যু'ক্ত রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই ধারাবাহিকতায় এবার ই-কমা'র্স ব্যবসায় নামলেন তিনি। শুক্রবার থেকে যাত্রা শুরু করা মোনার্ক মা'র্ট নামে উক্ত প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ঝামেলামুক্ত কেনাকা'টার স্বাদ দেবে বলেই জানিয়েছে।-ঢাকা টাইমস্


মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মা'র্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।


উক্ত প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে, ‘ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহ'জ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকা'টা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে তারা। এতে দেশের ক্রমবর্ধমান ই-কমা'র্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যু'ক্ত হবে। যেখানে থাকবে না গ্রাহকের কোনো ভোগান্তি।’

Post a Comment

Previous Post Next Post