ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজে'লার তালশহর পূর্ব ইউনিয়নে কারাগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইস'লাম। বুধবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি জয়লাভ করেছেন।
মনিরুল ইস'লাম তালশহর পূর্ব ইউনিয়নের মৃ'ত ফজর আলী মাস্টারের ছে'লে। তিনি সদর উপজে'লা ইস'লামী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক। গত বছরের ২৬ থেকে ২৮ মা'র্চে হওয়া হেফাজতের সহিং'সতার মা'মলায় গ্রে'ফতার হয়ে তিনি জে'লা কারাগারে রয়েছেন। তাকে মোট ১৪ মা'মলায় গ্রে'ফতার দেখানো হয়েছে।
জানা গেছে, তালশহর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে আট জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ইউনিয়নের ৯ কেন্দ্রে ভোট হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইস'লাম চশমা প্রতীকে তিন হাজার ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুস সালাম পেয়েছেন দুই হাজার ৪৭২ ভোট। সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুসেন মিয়া মনিরুলের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে কাজ করেছেন।
এ বিষয়ে হুসেন মিয়া সাংবাদিকদের বলেন, ‘গত বছরের জুন মাসে হেফাজতের সহিং'সতার ঘটনায় হওয়া মা'মলায় তাকে (মনিরুল ইস'লাম) আ'ট'ক করে পু'লিশ। পরে হেফাজতের সহিং'সতার ঘটনায় করা ১৪ মা'মলায় তাকে গ্রে'ফতার দেখানো হয়।’
তার দাবি, মনিরুল হেফাজতের সহিং'সতার সঙ্গে সম্পৃক্ত না। তাকে মিথ্যা মা'মলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। মনিরুল সৎ ও ভালো লোক। জে'লখানায় ব'ন্দি রাখার কারণেই এলাকার মানুষ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার মানুষ সাড়া দিয়েছেন। তিনি তার মুক্তি দাবি করেন।
কারাব'ন্দি মনিরুল ইস'লাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজে'লা ইস'লামী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি এনামুল হাসান।
তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, মনিরুল অ'ত্যন্ত ভালো লোক। তাকে অন্যায়ভাবে ফাঁ'সানো হয়েছে। সে কোনও খা'রাপ কাজের সঙ্গে জ'ড়িত ছিল না।