শুটিং স্পট থেকে হাসপাতা'লে নেওয়া হল পরীকে

 


শুটিং স্পট থেকে সরাসরি হাসপাতা'লে নেওয়া হয়েছে ঢাকাই সিনেমা'র আ'লোচিত চিত্রনায়িকা পরীমণিকে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গাজীপুরের শালনায় অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা'র শুটিংয়ে অংশ নেন পরী। এই সিনেমা'র কাজ শেষ করেই মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল তার। তবে বুধবার (২৬ জানুয়ারি) শুটিং শুরুর আগেই পরীমণির শরীর খা'রাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করো'নার উপসর্গ দেখা দেয়।


অবস্থার অবনতি ঘটলে পরদিন ভোররাতে তাৎক্ষণিকভাবে পরীমণিকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতা'লে ভর্তি করানো হয়। এসময় নায়িকার সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে হাসপাতা'লে ভর্তি করানোর পর করো'না পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়েছে।


নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘আম'রা পরীর এমন অবস্থা দেখে বুধবার (২৬ জানুয়ারি) সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমা'র কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বা'স ছিলো জ্বর কে'টে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুতসময়ের মধ্যে রাজ পরীকে নিয়ে ঢাকার একটি হাসপাতা'লে যায়। আর আম'রা এখন (বেলা ১২টা) ঢাকায় ফিরছি সব প্যাকআপ করে।’

Post a Comment

Previous Post Next Post