পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার, ৩০ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচালনা পর্ষদ ঘোষিত ৩২ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।
কোম্পানির চেয়ারম্যান আনিস সালাহ উ্দ্দিনের সভাপতিত্ব করেন। সভায় আরও যুক্ত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম, পরিচালক এ কে এম বদিউল আলম, আকবর হায়ার, ফয়সাল আলম, আসগর হায়দার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান গোলাম নবী এফসিএ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, কোম্পানি সচিব ইয়াসিন আহমেদ এসিএস, প্রধান অর্থ কর্মকর্তা ভুলন ভৌমিক এবং হেড অব ফাইন্যান্স হাসান ইমাম সিদ্দিকী এফসিএ, এসিএস ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা।
উল্লেখ, শাহজিবাজার পাওয়ার ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের ন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার মধ্যে ২৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ আছে।