অবশেষে দীর্ঘ চার বছরের সংসার জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অ'ভিনেতা অর্ণব অন্তু। তবে কী' কারণে তাদের প্রে'মের সংসার জীবনের ইতি টেনেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গতকাল শুক্রবার রাতে পূজার স্বামী অর্ণব অন্তু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্ণব অন্তু তার ফেসবুক পোস্টে লিখেছেন, মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমা'র পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’
আর এই স্ট্যাটাসে পূজাকে ট্যাগও দিয়েছেন অন্তু। তবে এ ব্যাপারে পূজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে। অর্ণবের পোস্টের মন্তব্য থেকে তার ধারণা পাওয়া যাচ্ছে। হঠাৎ এ সিদ্ধান্তের কারণ খুঁজছেন অনেকেই।
এর আগে গত ২০১৬ সালের মাঝামাঝিতে প্রকাশ হওয়া পূজার ‘অবুঝ পাখি’ গানে মডেল হয়েছিলেন অন্তু। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
দীর্ঘ দিন প্রে'ম করে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে দীর্ঘ দিনের প্রে'মিক অর্ণবকে বিয়ে করেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। সংসার জীবনে খুব ভালো সময় পার করছিলেন তারা। কিন্তু পঞ্চ'ম বিবাহ বার্ষিকী'র আগেই প্রকাশ্যে আসলো তাদের বিবাহ বিচ্ছেদের খবর।