ময়মনসিংহের নান্দাইল উপজে'লায় ছাত্রের সঙ্গে অ'নৈতিক কাজ করতে গিয়ে নিজের লি'ঙ্গ হারিয়েছেন এক শিক্ষক। অ'নৈতিক কাজে বাধা দেওয়ার পরও তা না মানায় মাদরাসা শিক্ষকের লি'ঙ্গ কে'টে দিয়েছেন ওই। বুধবার রাতে উপজে'লার বেতাগৈর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আ'হত অবস্থায় ওই শিক্ষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতা'লে ভর্তি করা হয়েছে। পু'লিশ ছাত্রকে আ'ট'ক করেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, উপজে'লার খারুয়া ইউনিয়নের টাওয়াইল গ্রামে অবস্থিত এক মাদরাসার মাঠে ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিলে অংশ নেন মাদরাসার শিক্ষক মো. আতাবুর রহমান। মাহফিল চলার সময় রাতের খাবারের জন্য পূর্বপরিচিত ছাত্রকে বাড়িতে ডাকেন আতাবুর। দাওয়াত রক্ষার জন্য ওই ছাত্র শিক্ষকের সঙ্গে তার বাড়ি যাচ্ছিল। পথে আতাবুর ওই ছাত্রের শরীরে হাত দেন। এ সময় অ'নৈতিক কাজ করতে উদ্যত হলে ওই ছাত্র বাধা দেয়।
এদিকে বাধা সত্ত্বেও অ'নৈতিক কাজের করলে পকে'টে থাকা নেইল কা'টার বের করে শিক্ষকের গো'পনাঙ্গে আ'ঘাত করে পালিয়ে যায় সে। পরে র'ক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে উ'দ্ধার করা হয়। স্থানীয়রা ওই ছাত্রকে ধরে ফেলে। পরে পু'লিশ তাকে থা'নায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি লজ্জাজনক। ওই ছাত্রের সঙ্গে অ'নৈতিক কাজ করতে গিয়েই এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ত'দন্ত চলছে বলে জানান নান্দাইল মডেল থা'নার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবলু রহমান খান বাবলু।
