নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হা'মলায় প্রা'ণ হা'রানো কুমিল্লার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের বুকে ও মা'থায় ৯টি গু'লি লাগে বলে জানিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতা'লের পরিচালক মো. মহিউদ্দিন সোমবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতা'লের পরিচালক আরও আরটিভি নিউজকে বলেন, কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের মা'থায়, বুকের ডানপাশে, বাম চোখের নিচে, গাল, কোম'রসহ বিভিন্ন স্থানে ৯টি গু'লি লাগে। সন্ধ্যার আগে যখন কাউন্সিলরকে হাসপাতা'লে নেওয়া হয়, তখন প্রচুর র'ক্তক্ষরণ হচ্ছিল।
তিনি আরও বলেন, হাসপাতা'লের একটি মেডিকেল টিম কাউন্সিলরকে অ'পারেশন থিয়েটারে নিয়ে যায়। পরে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। আম'রা তাকে রাত ৮টার দিকে মৃ'ত ঘোষণা করি। তার ম'রদেহ হাসপাতা'লের ম'র্গে রয়েছে।
নি'হত সোহেল মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র। নি'হত হরিপদ সাহা নগরীর সাহাপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাতে কোতোয়ালি মডেল থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল সুজানগরে তার কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ২০ জন তাকে গু'লি করে। এতে কাউন্সিলর সোহেল লুটিয়ে পড়েন। এ সময় গু'লিবিদ্ধ হন পাথুরীয়া পাড়ার মো. রিজু, খোরেশদ মিয়া, জুয়েল মিয়া, সুজানগরের সোহেল চৌধুরী, দ্বিতীয় মুরাদপুরের মাজেদুল হক বাদল, আবদুল জলিল ও হরিপদ সাহা। আ'হত হন আরও বেশ কয়েকজন।
স্থানীয়রা এগিয়ে এলে হা'মলাকারীরা গু'লি ও ককটেল বি'স্ফোরণ করতে করতে চলে যায়। হা'মলায় আ'হত জুয়েল আরটিভি নিউজকে জানিয়েছেন, আওয়াজ শুনে রাস্তায় বের হয়ে দেখি, স'ন্ত্রাসীরা এলোপাতাড়ি গু'লি চালাচ্ছে। এ সময় আমা'র পায়ে গু'লি লাগে। তারপর কী' হয়েছে বলতে পারছি না।
কাউন্সিলর সোহেলের ভাগনে মোহাম্ম'দ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিলেন। এ সময় প্রচণ্ড গো'লাগু'লির আওয়াজ কানে আসে। গিয়ে দেখি মামা র'ক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।
চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা বলে জানান স্থানীয়রা।
