আজ সকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার কী' হয়েছে কী' হয়নি, বাংলার মানুষের কিছু যায় আসে না। তিনি কোথায় কী'ভাবে আছেন তা নিয়ে ১৬ কোটি মানুষের মা'থা ব্যথার কিছু নেই।
আজ মঙ্গলবার ৩০ নভেম্বর সকালে ভোলার চরফ্যাশনে বেতুয়া নদীবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন কী' নেই দেশের মানুষ সেটা ভাবতে চায় না। কারণ খালেদা জিয়া একটা অ'ভিশপ্ত নাম, অন্ধকারের নাম। কারণ জিয়া পরিবার একটি খু'নি পরিবার। তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হ'ত্যা করেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হ'ত্যার চেষ্টা করেছে। আওয়ামী লীগের লাখ লাখ কর্মীকে জিয়া পরিবার হ'ত্যা করেছে। তাই খালেদা জিয়ার কী' হয়েছে কী' হয়নি, বাংলার মানুষের কিছু যায় আসে না।
তিনি আরও বলেন, আম'রা ১০ হাজার মিটার নৌপথ তৈরি করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। আজকে ২৭শ’ নৌপথ তৈরি করেছি। যেসব নৌপথ যোগাযোগের সমস্যা তৈরি করছে সেগুলোকে আম'রা ডেজিংয়ে মাধ্যমে সম্পাদনের চেষ্টা করছি। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহ করার প্রক্রিয়ায় আছে। এগুলো দিয়ে কাজ করলে নৌ-পথে আর নাব্যতা থাকবে না।
